🤦♂️ 'এস-ই-ও' (SEO) সার্ভিস দিতে গিয়ে দেখতে পেয়েছি অনেক ক্লায়েন্টরই অনপেজ 'এস-ই-ও' (SEO) করা থাকে না, আবার কিওয়ার্ড সিলেকশন এবং কন্টেন্ট এ ভুল থাকে।
📉 ফলাফল সরূপ ব্যাকলিংক করলেও বিশেষ ফল আসে না। যারা 'এস-ই-ও' (SEO) রেগুলার প্র্যাক্টিস করছেন না, তাদের জন্যই এই পোস্ট টি করা, যেন নিজেরাই গুরুত্বপুর্ন বিষয়গুলো সমাধান করে নিতে পারেন।
একটা পেজ কে সার্চ ইঞ্জিনে র্যাংক করাতে হলে ৩ টা বিষয় গুরুত্বপুর্ন।
#১ - 🔍 সব থেকে গুরুত্বপুর্ন হলো - কিওয়ার্ড রিসার্চ। 🚫 কারন, এখানে ভুল করলে সব শেষ। অধিকাংশ মানুষ এখানেই ভুল করে থাকে। 🔍ভালো কিওয়ার্ড সিলেক্ট করার সময় সবার প্রথমে যেটা খেয়াল করতে হয় তা হলো - কিওয়ার্ড ডিফিকাল্টি।
💳 সঠিক ভাবে কিওয়ার্ড ডিফিকাল্টি বের করতে হলে আপনাকে অবশ্যই একটা পেইড টুল ব্যাবহার করতে হবে (এর কোন বিকল্প নাই)।
👍 পেইড টুলস এর মধ্যে আমি কেবল মাত্র সেমরাশ (SEMrush) এবং আহরেফস (Ahrefs) এই দুটা টুল এই নির্ভরযোগ্য রেজাল্ট পেয়েছি। এ দুটোর মধ্যে একটি টুল অবশ্যই আপনার সংগ্রহে থাকতে হবে।
💪 শুরুতে কিওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে কিওয়ার্ড ডিফিকাল্টি (KD) অবশ্যই ৩০ এর নিচে নিতে চেষ্টা করবেন, তাহলে দ্রুত রেজাল্ট আসবে।
🔍 মেইন কিওয়ার্ড সিলেক্ট করার পর, ওই কিওয়ার্ড এর সাথে রিলেটেড এমন কম করে হলেও ১০ টি (তবে ২৫ থেকে ৩০ টি নিতে পারলে আরো ভালো) রিলেটেড কিওয়ার্ড নির্বাচন করতে হবে। তাহলে একটা পেজ এর জন্য মোট কিওয়ার্ড দাড়ালো কমপক্ষে ১১ থেক ৩১ টি ।
#২ - 📝 তারপর দ্বিতীয় গুরুত্বপুর্ণ হচ্ছে - কন্টেন্ট। 🌱 পুর্বে সিলেক্ট করা ওই ৩১ টি কিওয়ার্ড ই এক বা একাধিক বার আপনার কন্টেন্টে ন্যাচারাল ভাবে উপস্থিত থাকতে হবে। 💡 মেইন কিওয়ার্ডটি প্রথম ১০০ ওয়ার্ডে এবং 'SEO Title' এর শুরুতে থাকবে হবে। কন্টেন্ট দৈর্ঘ্য (Content length) ১০০০ ওয়ার্ড এর বেশী হলে ভালো (২০০০+ হলে আরও ভাল)। ব্যাস হয়ে গেলো আপনার কন্টেন্ট অপটিমাইজ।
💯 উপরের এই দুটি বিষয় যদি ঠিক ঠাক থাকে তাহলে ন্যাচারালি আপনার কন্টেন্ট কিছু হলেও র্যাংকিং পেতে থাকবে।
#৩ - 🔗 এখন এই পেজটিকে গুগল পেজ ১ এ আনার জন্য আপনাকে যা করতে হবে তা হলো ভালো কোয়ালিটি ব্যাকলিংক। 🚀 প্রথম দুটি ধাপ ঠিক ঠাক করার পর ব্যাকলিংক করলে খুব অল্প সময়ে এমনকি ১০-২০ দিনের মধ্যেই প্রথম পেজে র্যাংকিং পেয়ে যেতে পারেন।
💬 কারও কোনো মতামত থাকলে নিচে কমেন্টে জানাবেন।
0 Comments